কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা সংক্রমনের দ্বিতীয় ধাক্কায় এবার আরো কড়া পদক্ষেপ করল বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা এবং বাগডোগরা বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের এখন থেকে প্রত্যেকের হেলথ চেকআপ এর ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ থেকে যারা আসবেন বিমানে, তাদের ক্ষেত্রেও একটা বড় গাইডলাইন দিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মূলত করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়েই তাদের বিমানে উঠতে হবে। সেই সার্টিফিকেট বিমানে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে তৈরি হতে হবে। প্রত্যেক যাত্রীকে নিজেকে লিখে জানাতে হবে, নামার পর বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে।
অন্যান্য ক্ষেত্রেও মূলত যারা এ রাজ্য থেকে বের হবেন এবং যাদের করোনার উপসর্গ নেই, এমন যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে। আবার যারা বাইরে থেকে এই দুই বিমানবন্দরে আসবেন, তাদের মধ্যে উপসর্গহীন যাত্রীদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। একই সঙ্গে চিকিৎসকদের জানাতে হবে যদি কোন উপসর্গ দেখা যায়। সে ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য বেশ কয়েকটি ফোন নম্বর দিয়ে দিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
যদি কোন যাত্রীর করোনার উপসর্গ দেখা যায় সে ক্ষেত্রে তার নমুনা সংগ্রহ করা হবে এবং তাকে কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রতিটি যাত্রীকেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে আবারো জানিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে যে রাজ্য থেকে তিনি আসবেন, সেখানকার স্বাস্থ্য দপ্তরের অনুমোদন তার যাত্রায় রয়েছে, সেই সংক্রান্ত তথ্য নিজেকেই লিখিত ভাবে জানাতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে।
করোনা লকডাউন এরপর বিমান চলাচল শুরু থেকে এখন পর্যন্ত দমদম বিমানবন্দর দিয়ে ৩১ হাজার যাত্রী যাতায়াত করেছেন। এরমধ্যে ১৩ হাজার যাত্রী এই দুই বিমানবন্দরে নেমেছেন এবং ১৮ হাজার যাত্রী এখান থেকে গিয়েছেন। মোট ১২৬ টি বিমান চলাচল করেছে এই সময়ের মধ্যে।