কলকাতা ব্যুরো: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে স্থিতাবস্থা। দৈনিক সংক্রমণ ও সুস্থতা গত কয়েকদিন ধরে একইরকম। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৩,৯৮৭, করোনামুক্ত ৪,০৫৩ এবং মৃত্যু ৫৯। তবে সুস্থতার হার আরেকটু বেড়ে হল ৮৮.৪৪।
যদিও কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান আগের মতোই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় আক্রান্ত যথাক্রমে ৮৯৪ ও ৮৮০। মৃত্যু যথাক্রমে ১৬ ও ১৪ এবং করোনামুক্ত যথাক্রমে ৮৪৬ ও ৮৬০। উদ্বেগ বাড়াচ্ছে নিত্যনতুন গবেষণা রিপোর্ট। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, করোনা সংক্রমণের ভাইরাল লোড অর্থাৎ সংক্রমণের তীব্রতা কমছে। কিন্তু ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, মিউটেশন ক্রমাগত বাড়িয়ে ভাইরাসটি আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে।
সেকেন্ড ওয়েভ বিশ্বের যেখানে যেখানে দেখা যাচ্ছে, সেখানে সেখানেই অনেক বেশি ক্ষমতা নিয়ে ফিরে আসছে করোনা সংক্রমণ। আমাদের দেশে দিল্লিতে ইতিমধ্যে সেটা অনুভূত হচ্ছে। যাইহোক, আমাদের রাজ্যে অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা এখন ৩৬,৭৬১। মোট আক্রান্ত ৩,৭৭,৬৫১, মোট সংক্রমণ মুক্ত ৩,৩৩,৯৯০ এবং মোট মৃত্যু ৬,৯০০। গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৪৪,৪৫৭ জনের।
কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও কিন্তু সংক্রমণের তুলনায় মৃত্যু বেশি। একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন আর মারা গিয়েছেন ৭ জন, সুস্থ হয়েছেন ২২৬ জন। এছাড়া হাওড়ায় ৫, হুগলিতে ৪ জন মারা গিয়েছেন। এই পরিসংখ্যানটাও উদ্বেগজনক। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪৪ জন, সংক্রমণ মুক্ত ২২৫ জন, হুগলিতে এই দুই অঙ্ক যথাক্রমে ১৯৮ ও ২৩২।
এছাড়া ২ জন করে মারা গিয়েছেন পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়ায়। ১ জন করে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

Share.
Leave A Reply

Exit mobile version