কলকাতা ব্যুরো: অবশেষে রাজ্যের প্রস্তাবেই সিলমোহর। পুরভোটের দিনক্ষণ চূড়ান্ত করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটগ্রহণ। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের তরফে পুর ও নগরোন্নয়ন দফতরে সম্মতিপত্র পাঠানো হয়েছে।

আগামী ২৫ নভেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। ভোট গণনার দিন ২২ ডিসেম্বর করতে চেয়েছিল রাজ্য সরকার। এতেও সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পুরসভার ভোটগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে। ১৯ ডিসেম্বর এই ভোট করাতে আগ্রহী ছিল রাজ্য। ২২ ডিসেম্বর গণনা চেয়েছে রাজ্য। এরপর এই প্রস্তাবই মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন।

চূড়ান্ত আলোচনার পর সিদ্ধান্ত হয়, ১৯ ডিসেম্বরই ভোটগ্রহণ হবে হাওড়া ও কলকাতা পুরসভার। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই ভোট হবে। তবে, হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে কারণ, আগে বালি পুরসভার ১৬টি ওয়ার্ড হাওড়ার পুরসভার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে ওই ১৬টি ওয়ার্ড হাওড়া পুরসভা থেকে বিচ্ছিন্ন করতে আগ্রহী রাজ্য সরকার। তাই ভোট হতে পারে ৫০টি ওয়ার্ডে।

প্রসঙ্গত, রাজ্যের সমস্ত পুরসভায় একদিনে নির্বাচন হোক। এই দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মর্মে বলেছিলেন, যদি রাজ্যে সব পুরভোট একসঙ্গে না করা হয় সেক্ষেত্রে মামলা করা হবে। ডিসেম্বর মাসে শুধুমাত্র হাওড়া এবং কলকাতা পুরসভার নির্বাচন হোক এমনটাই চাইছে রাজ্য সরকার, দাবি বিরোধীদের।

সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে। না হলে এই নিয়ে জনস্বার্থ মামলা করবে বিজেপি। তবে নিরাপত্তার কারণে একদিনে ভোট ঘোষণা না করা গেলে একদিনে ফলাফল ঘোষণা করতেই হবে।’ জানা গিয়েছে, ডিসেম্বর নয় ফেব্রুয়ারিতে একসঙ্গে সমস্ত পুরসভার ভোট চায় বিজেপি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর। বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জনস্বার্থ মামলাকারী বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার বিজেপির মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, পুরভোট না হওয়ায় একাধিক পুরসভায় প্রশাসক মণ্ডলীই কাজ চালাচ্ছে। ফলে সাধারণ মানুষকে পুরপরিষেবা দেওয়া যাচ্ছে না বলে, ক্ষোভ বিরোধীদের। রাজ্যে শীঘ্রই পুরভোট হোক এই আবেদন জানিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মৌসুমী রায়। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, পুরভোট নিয়ে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Share.
Leave A Reply

Exit mobile version