কলকাতা ব্যুরো: মঙ্গলবার সারা দেশের সঙ্গে কলকাতাতেও এইডস ডে পালন করা হলো। এই উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেক্স ওয়ার্কার সচেতনতা মিছিল বের করেন। কলকাতার সোনাগাছি যৌনপল্লী এলাকায় এদিন মিছিলে অংশ নেন বিভিন্ন পেশার মানুষ।
১৯৮৮ সাল থেকেই ১ ডিসেম্বর এইডস ডে হিসেবে পালন করছে গোটা বিশ্ব।
মূলত এইডস মহামারী নিয়ে মানুষকে সচেতন করতে বিশ্বব্যাপী এই দিনটি স্মরণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং আরো বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রিক সংগঠন এই দিনটি পালনের উদ্যোগ নেয়।