এক নজরে

রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরকে বাদ রেখেই ছট পুজোর জন্য বিকল্প জলা সাজাচ্ছে পুরসভা

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: কালীপুজো, জগদ্ধাত্রী পূজার মত উৎসবগুলি তে মন্ডপ নো এন্ট্রি করে হাইকোর্ট ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ছট পুজোর ক্ষেত্রে রীতিনীতি যেহেতু আলাদা, তাই সে ব্যাপারে গাইডলাইন বেঁধে দিতে বুধবার কলকাতা হাইকোর্ট শুনানি করবে। যদিও হাইকোর্ট কি রায় দেবে তার জন্য অপেক্ষায় না থেকে কলকাতা পুরসভা আগাম ছট পূজার জন্য কিছু ঘাট চিহ্নিত করেছে। কে এম ডি এ ও এ ব্যাপারে ইতিমধ্যে পরিকল্পনা করেছে।কলকাতা শহরে ১৬ টি জলাশয় চিহ্নিত করা হয়েছে পুজোর জন্য। তৈরি করা হয়েছে ৪৪ অস্থায়ী ঘাট। বাঘাযতীন, পাটুলি, যাদবপুর, নিউ টাউন এলাকায় বেশ কয়েকটি জলায় নতুন ঘাট করে দেওয়া হচ্ছে ছট পূজায় ব্যবহারের জন্য।এখন থেকেই কলকাতা পুরসভা ছট পূজার সঙ্গে যুক্ত সংগঠন, সংস্থা বা কমিটিকে আগাম সতর্ক করছে, বাড়ির থেকে কাছাকাছি যে জলাশয় আছে সেখানেই পুজো করার জন্য। এবং কোন মতই যাতে সে সব জায়গায় ভিড় না জমে যায় সে ব্যাপারেও সতর্ক করা হচ্ছে স্থানীয় পুর কর্মকর্তাদের।যেখানে স্থানীয়ভাবে জলের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে গঙ্গার ঘাটে গিয়ে পুজো করার জন্য বলা হচ্ছে। যদিও এক্ষেত্রেও পুর কর্তারা যথেষ্ট সংশয়ে। কেননা গত সপ্তাহে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো নিয়ে রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাবুঘাটে ছট পূজার জন্য লক্ষ লোকের ভিড় হবে, বর্তমান পরিস্থিতি তে তা মেনে নেওয়া যাবে না। এমনকি কথাপ্রসঙ্গে উঠে এসেছিল পায়ে হেঁটে দলে দলে লোক ভিড় করে না গিয়ে, যদি গাড়ি করে এসে গঙ্গায় পুজো দিয়ে আবার ফিরে যান। কিন্তু সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সে দিন হাইকোর্ট দেইনি। এই ব্যাপারে গাইডলাইন তৈরিতে বুধবার মামলাটির শুনানি করবে হাইকোর্ট।শুধু হাইকোর্টে নয়, পুরসভার মাথাব্যথা সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও। ইতিমধ্যেই কেএমডিএ রবীন্দ্র সরোবর লেক এ এবারের মতো ছট পুজোর আয়োজন করার জন্য অনুমতি পেতে আবেদন করে রেখেছে। সেই শুনানি হবে ১৬ নভেম্বর। এর আগে জাতীয় পরিবেশ আদালত ওই লেকে একেবারেই এই ধরনের পুজো বা অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার ফের কেএমডিএ র তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে সুযোগ দিতে। তাই সুপ্রিম কোর্ট কি রায় দেবে তা না বুঝে আগে থেকে রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে কোন পুজো করার ব্যবস্থা করছে না পুরসভা।গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণে জানিয়েছিল, এই দুই লেকে পুজোর ব্যবস্থা করা যাবে না। যদিও সে ব্যাপারে কোনো লিখিত নির্দেশ হাইকোর্ট দেয়নি। মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, তাই সেখান থেকে কি রায় পাওয়া যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে কেএমডিএ ও পুরসভা। তাই ওই দুটি জলাশয় বাদ দিয়ে বিকল্প জায়গায় ছট পুজোর আয়োজন করতে আগাম প্রস্তুতি রেখেছে পুরসভা ও কে এম ডি এ।