এক নজরে

করোনায় অবসাদগ্রস্তদের পাশে পুরসভা

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: একদিকে করোনার জয়ী ও অন্যদিকে করোনা যোদ্ধাদের মানসিক ভীতি ও অসহায়তা দূর করতে নতুন প্রকল্প হাতে নিল কলকাতা পুরসভা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ ব্যাপারে যৌথভাবে কাজ করবে পুরসভা। আলো নামে ওই প্রকল্পের মাধ্যমে একদিকে করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে যারা সামাজিক বাধার মুখে পড়েছেন বা পড়ছেন তাদের সহায়তা করা হবে। অন্যদিকে সুস্থ হয়ে যাওয়া করোনা রোগী বা করোনা যোদ্ধারা যারা কাজ করতে করতেই মানসিক ভীতি ও অবসাদ গ্রস্থ হয়ে পড়ছেন তাদের কাউন্সেলিং করা হবে।

স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে তাদের টোল ফ্রি নাম্বার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফোন করলে তারা প্রাথমিকভাবে সমস্যা শুনে নিয়ে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। তাদের সঙ্গে পেশাদার মনোবিদ, সমাজতত্ত্ববিদ, বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানিয়েছে ওই সংগঠনটি। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ০৩৩-৪০৯১৮১৮১ নম্বরে যোগাযোগ করতে হবে।