কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। প্রতিবাদ করায় সিপিএম প্রার্থী অজন্তা দাসের পোলিং এজেন্ট অরিজিৎ দত্তকে বেধড়ক মারধর। ঘটনায় অভিযোগের তির তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অরিজিতের অভিযোগ, সকাল থেকে তৃণমূল কর্মীরা বুথের ভিতরে অযথা জমায়েত করছিলেন। প্রথমে নেতাজিনগরে বাহিনী নিয়ে জমায়েত করে তৃণমূল। তারপরে বুথে ঢুকে ছাপ্পা ভোট করানোরও চেষ্টা করে তারা। প্রতিবাদ করায় তৃণমূলের লোকেরা বুথের মধ্যেই তাঁর ওপর চড়াও হয়। মারধর করে জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয়। ওই অবস্থায় টানতে টানতে বুথের বাইরে বার করে আবার মারধর করা হয়। তৃণমূল নেত্রী রুম্পা পালের নেতৃত্বেই এই হামলা চলে। পুলিসকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।