কলকাতা ব্যুরো: সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন ৷ রবিবার সকাল থেকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও বেলা বাড়তেই ছন্দপতন। কলকাতা পৌরসভার ১২৪ নম্বর ওয়ার্ডে অভিযোগ, বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে শাসকদলের কর্মীরা।
বুথের সামনে জমায়েত নিয়েও সরব হন ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের লোকজনেরা এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। নির্বাচনী বিধিভঙ্গ করে অবাধে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের লোকজনেরা।
বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ২২ নম্বর বুথেও জমায়েত নিয়ে সরব হন বিজেপি প্রার্থী। অন্যদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী রাজীব দাস বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ সকাল থেকে প্রচারে আসার জন্য ইস্যু খুঁজে বার করছে। সব জায়গায় অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। বিজেপির প্রার্থী ও নেতা-কর্মীরা ভেবেছিল যে ত্রিপুরার মতন ভোট হবে, কিন্তু মানুষ তা রুখে দিয়েছে ৷