এক নজরে

KMC Election: শিয়ালদহে বোমায় রক্তাক্ত ভোটার

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: শিয়ালদহে বুথের সামনে ব্যাপক বোমাবাজি। গুরুতর জখম কমপক্ষে তিন ভোটার। তাঁদের মধ্যে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে পর পর বেশ কয়েকটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বোমাবাজির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডিসিইএসডি প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে।

রবিবার সকাল থেকেই ৩৬ নং ওয়ার্ডে একের পর এক গোলমালের খবর আসছে। বেশ কয়েকটি বুথে বিরোধীদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ওয়ার্ডেই খান্না স্কুলের সামনেও উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীরা বোমাবাজি করে। ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।