কলকাতা ব্যুরো: শহরে বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমের কোভিডে মৃত ব্যক্তির দেহ দাহ করতে নিয়ে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকার বেশি চাইলে শববাহী যানের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুরসভা।কলকাতা পুরপ্রশাসকবোর্ডের সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে কোভিডে মৃত ব্যক্তির দেহ শ্মশানে বা কবরখানায় নিয়ে যাওয়ার জন্য কিছু এজেন্সি নিয়োগ করা হয়েছে। শবদেহ শেষকৃত্যের গাড়ি ভাড়া বাবদ পুরসভা ৫ হাজার টাকা বেঁধে দিয়েছে। কিন্তু কিছু এজেন্সি এর থেকে অনেক বেশি পরিমান অর্থ মৃতের পরিবারের কাছ থেকে চাইছে বলে অভিযোগ এসেছে। এখন থেকে ৫ হাজার টাকার বেশি কোনো এজেন্সি চাইলে মৃতের পরিবার বা হাসপাতাল তার নিজস্ব মোবাইল নম্বর 9830555111 বা স্বাস্থ্যবিভাগের ওএসডি ডাক্তার সুব্রত রায় চৌধুরীর মোবাইল নম্বর 9830011041 এ ফোন করে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেই এজেন্সিকে বাতিল করে দেওয়া হবে বলে অতীনবাবু স্পষ্ট জানিয়ে দেন।

Share.
Leave A Reply

Exit mobile version