কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে যোগসাজোগ আছে বিজেপির। তাই বারবার পৃথক রাজ্যের দাবি করে জঙ্গি ও বিজেপি। এতদিন এমনটাই দাবি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই অভিযোগ বারবার অস্বীকার করেছে বিজেপি। এবার কেএলও প্রধান জীবন সিংহ নিজেই প্রমাণ করলো বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে বিজেপি যোগ। তবে শুধু তাই নয়, সোমবার এক ভিডিও বার্তায় ৩ বিজেপি সাংসদের নাম করলেন কেএলও প্রধান। তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েই।

পৃথক কোচবিহার-কামতাপুর রাজ্যের দাবি আবারও ভিডিও বার্তায় জানিয়েছেন কেএলও প্রধান জীবন সিংহ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই দেওয়া হয়েছে সেই ভিডিও বার্তা। বলা হয়েছে, কোচবিহার-কামতাপুর ভূখণ্ডে এলে ‘রক্তগঙ্গা’ বইবে। এই ভিডিও বার্তাতেই ৩ বিজেপি সাংসদের নাম নিয়ে হুমকি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে।

জীবন সিং ভিডিয়োতে বলেছেন, কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সাংসদ জন বারলা, নিশীথ প্রামাণিক, ডা. জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে কোচ কামতাপুর রাজ্যের দাবি জানানো হয়েছে। বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারের কোনও অধিকার নেই। কোচ কামতাপুরের জনগণ বৃহত্তর কোচ কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্য গঠন করবে। কোচ কামতাপুরের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। এই কারণে মমতা ব্যানার্জিকে বলি, খবরদার কোচ কামতাপুরের উপরে পা ফেলবেন না৷

কেএলও প্রধানের কথায়, মমতা বলছেন উন্নয়ন করছেন। তোমার উন্নয়নের দরকার নেই। কামতাপুরের উন্নয়ন কামতাপুরের মানুষই করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বহিরাগত। মালদা থেকে সব জনগণকে আহ্বান করি, সবাই মিলে একসঙ্গে আন্দোলন করি। আমরা যে কোনও মূল্যে বহিরাগত এই রাজ্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি কখনো পৃথক রাজ্য চায় না। অথচ বারবার বিজেপি সরব হয়েছে পাহাড় ও জঙ্গলমহলে পৃথক রাজ্যের দাবিতে। উল্লেখ্য, এর আগে ছত্তিশগড়ে মাওবাদীদের ট্রাক্টর সরবরাহ করতে গিয়ে ধরা পড়েছিলেন এক বিজেপি নেতা। বারবার সূত্র মিলছে বিজেপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তির যোগসাজোগের। বিজেপির বিরুদ্ধে মাওবাদী ও কেএলও যোগের অভিযোগ বারবার তুলেছে সবুজ শিবির। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছিল।

এবার কেএলও প্রধান নিজে নাম নিলেন ৩ বিজেপি সাংসদের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। উল্লেখ্য, এর আগে কোচ- কামতাপুর পৃথক রাষ্ট্রের দাবি জানিয়েছিল কেএলও।

Share.
Leave A Reply

Exit mobile version