কলকাতা ব্যুরোঃ তৃতীয় টেস্টে আগে ভারতীয় শিবির আবারও ধাক্কার সম্মুখে পড়লো। অস্ট্রেলিয়ার বাকি টেস্ট ম্যাচ থেকে চোটের জন্য ছিটকে গেলেন কে এল রাহুল। BCCI এর তরফে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে। শনিবার মেলবোর্ন-এ ব্যাটিং প্র্যাকটিসে-র সময় বাঁ-হাতে কব্জিতে চোট পান কে এল রাহুল। পরীক্ষা করে দেখার পর জানা যায়, আঘাত গুরুতর। এই অবস্থায় মাঠে নামতে পারবেন না তিনি। যার জন্য দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। দেশে ফিরে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন, সেখানে প্রায় তিন সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে রাহুলকে।

ইতিমধ্যে রোহিত শর্মা চোট সারিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন। তবে দলে নেই পেসার উমেশ যাদবও। আগামী ৭ ই জানুয়ারি সিডনিতে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া-র তৃতীয় টেস্ট , এখন পর্যন্ত সিরিজে টেস্টের ফলাফল (১-১)। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অজিদের কাছে লজ্জার হারের সম্মুখীন হয় কোহলি টিম, মাত্র ৩৬ রানে অল আউট হয় ভারত। তৃতীয় টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ দলে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় নতুন টিম নিয়ে এগিয়ে যেতে হবে বড়ো চ্যালেঞ্জের সম্মুখে।

নিজের চোট সারিয়ে দলে ফিরেছেন রোহিত শর্মা। তিনি দলে যোগ দেওয়ার পর বেশ স্বস্তি পেয়েছেন বাকি খেলোয়াড়রাও। কিন্তু হঠাতই কে এল রাহুলের চোট চিন্তায় ফেলেছে অন্যদের। তবে অবস্থা স্বাভাবিক হলে আবারও রাহুলকে আমরা ইংল্যাণ্ডের বিপক্ষে মাঠে দেখতে পারব।

Share.
Leave A Reply

Exit mobile version