এক নজরে

#KKLastRites: মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে আজ শেষকৃত্য কে কে-এর

By admin

June 02, 2022

কলকাতা ব্যুরো: মঙ্গলবার প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। হোটেলে ফিরে সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা জানান, প্রয়াত হয়েছেন কে কে। বুধবার সকাল থেকে কলকাতায় তাঁকে শেষশ্রদ্ধা জানান অনুরাগী থেকে তারকারা। কলকাতায় গান স্যালুট দেওয়া হয় তাঁকে। আর তারপরই কে কে-এর মরদেহ নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, এদিন সন্ধের কিছু পরে কলকাতা থেকে মুম্বই এসে পৌঁছয় সঙ্গীতশিল্পী কে কে-র মরদেহ।

৭৭৩ নম্বর বিমানে মুম্বই পৌঁছয় বিশিষ্ট সঙ্গীতশিল্পীর দেহ। এরপর একটি অ্যাম্বুলেন্স পৌঁছয় বিমানবন্দরে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং আত্মীয়রা। সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে সেই অ্যাম্বুলেন্সে করেই সঙ্গীতশিল্পীর বাসভবনে পৌঁছয় কে কে-এর মৃতদেহ। তাঁর অ্যাপার্টমেন্টের হলেই রাখা হয়েছে তাঁকে। সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগী থেকে তারকারা। বৃহস্পতিবার সকাল ১১টায় ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে কে কে-এর। শেষকৃত্যে একাধিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কে কে-এর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে যে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কে কে-এর। তবে, রাসায়নিক বিশ্লেষণের পর পাওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট। এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। কিন্তু চূড়ান্ত রিপোর্টেই আসল কারণ জানা যাবে কে কে-এর প্রয়াণের।