কলকাতা ব্যুরো: রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে। প্রসঙ্গত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিশোর দত্ত ৷ মঙ্গলবারই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি ৷ তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ৷
এদিন রাজ্যপাল টুইট করে কিশোর দত্তের ইস্তফার কথা বলেন ৷ তাঁর ইস্তফাপত্রটিও টুইটারে পোস্ট করেন। ইস্তফাপত্রে কিশোর দত্ত জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছি ৷ পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও ওই একই চিঠি পাঠিয়েছেন তিনি। রাজ্যপাল ইস্তফাপত্রটি টুইট করে বলেন, সংবিধানের ১৬৫ ধারা অনুযায়ী, অবিলম্বে তাঁর ইস্তফাপত্রটি গ্রহণ করা হয়েছে ৷
২০১৭ সালে কিশোর দত্তকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন জয়ন্ত মিত্র। যিনি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের মতবিরোধের কারণে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইস্তফা দিয়েছিলেন। সেদিনই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন তৎকালীন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত। তবে কিশোর দত্তের সঙ্গে সেই অর্থে রাজ্যের মতবিরোধ ছিল না বলে দাবি একাংশের।