কলকাতা ব্যুরো : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানী। গত এক মাসের বেশি তিনি চিকিৎসাধীন ছিলেন। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।
বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে। তার স্ত্রী রিতা ভিমানি লেখিকা। পুত্র গৌতম ভিমানি স্পোর্টস কমেন্টেটর। কিশোর ভিমানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং পরিচালক অরিন্দম শীল।