এক নজরে

চালসার চা বাগানে যেন মৃত্যুদূত

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো: চা বাগানে সাপ ধরা পড়া নতুন কিছু নয়। তা বলে এত বড়! না, খুব সম্প্রতি এত বড় কিং কোবরা ধরা পরার কথা খেয়াল করতে পারছেন না বনকর্মীরাও। মঙ্গলবার সকালে চালসার চা বাগানে সাপটিকে দেখেই বন দপ্তরে ফোন করেন শ্রমিকরা। বনকর্মীরা এলেও এত বড় একটি সাপকে বাগে আনতে হিমসিম খেতে হয় বন কর্মীদের। শেষ পর্যন্ত অবশ্য দু’জন মিলে কাবু করেন সেই মৃত্যুদূতকে।