কলকাতা ব্যুরো: পশুহত্যা করলে বা পশুদের কোনওভাবে আঘাত করলে এবার থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা হতে পারে ৷ সেইসঙ্গে ৫ বছর পর্যন্ত কারাদন্ডও হতে পারে। পুরানো আইন বদল করে এই নতুন আইন প্রণয়নের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।
এতদিন পর্যন্ত কোনও পশুকে অত্যাচার করলে বা পশু হত্যা করলে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। ৫০ টাকা জরিমানাও যে সবক্ষেত্রে হতো তেমনটা নয় ৷ ৬০ বছরের পুরনো এই আইন এবার সংশোধিত হতে চলেছে। পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্র সরকার।
নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। একটি হল স্বল্প আঘাত, দ্বিতীয়টি আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং তৃতীয়টি হল আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ টাকা জরিমানাও দিতে হতে পারে। তবে পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে এই সংশোধিত আইনে।
সম্প্রতি কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। তাই এই আইনের সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। জানা গিয়েছে, এই আইন সংশোধনের খসরার কাজ শেষ হলে সমস্ত মহলের মতামত নেওয়া হবে ৷ তার পরই নতুন আইন কার্যকরী হবে।