এক নজরে

খাগড়াগড়ের বিস্ফোরণের সঙ্গে তুলনা বেলেঘাটার

By admin

October 16, 2020

কলকাতা ব্যুরো: বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে তুলনা টেনে, দুদিন আগে বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণ নিয়ে এন আই এ তদন্ত চাইলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বেলেঘাটার ঘটনায় তদন্ত চেয়ে তিনি চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। হুগলির সংসদের বক্তব্য, ১৩ অক্টোবর বেলেঘাটার একটি ক্লাবের দো তলায় ভোর পাঁচটার সময় যেভাবে বিস্ফোরণ ঘটেছে, তাতে এটা স্পষ্ট যে সেখানে বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল।

আর এই ঘটনাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে বিজেপি সাংসদ এর বক্তব্য, রাজ্য এখন বিস্ফোরকের উপরে দাঁড়িয়ে রয়েছে। ২০২১ এর বিধানসভা ভোটকে লক্ষ্য করে তৃণমূল চতুর্দিকে আগ্নেয় অস্ত্র ও বিস্ফোরক মজুদ করছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। তাই তার দাবি, বেলেঘাটার ঘটনায় তদন্ত শুরু হলেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ১৫ অক্টোবর অমিত শাহকে চিঠিতে তিনি এবারে বিস্তারিত লিখেছেন।

আর এই প্রসঙ্গে তিনি টেনেছেন বর্ধমানের খাগড়াগড়ের উদাহরণ। ২০১৪ সালে সেখানে বাড়ির মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয় কয়েকজনের। অভিযোগ, প্রথমে পুলিশ গ্যাস সিলিন্ডার ফেটেছে বলে বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে এনআইএ তদন্তভার হাতে দেওয়ার পরই বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর চক্রের সন্ধান পাওয়া যায়। ফলে বেলেঘাটার ঘটনাকে সামান্য বিস্ফোরণ হিসেবে না দেখে তিনি চান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এন আই এ।