কলকাতা ব্যুরো: আসন্ন উপনির্বাচনে যুযুধান শাসক বিরোধী দুই শিবিরই। প্রচারে এতটুকু খামতি রাখছে না কোনও দলই। ১২ এপ্রিল উপনির্বাচন রাজ্যে। উপনির্বাচন হচ্ছে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ রবিবাসরীয় প্রচার সারলেন। তবে শুধু প্রচার বললে ভুল হবে, প্রচারের ময়দানে নেমে সারলেন জনসংযোগ। রবিবার প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি সংলগ্ন একটি শিবমন্দিরে পুজো দেন তিনি। এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন কেয়া। পাশাপাশি শুরু হলো দেওয়াল লিখনও। এদিন বালিগঞ্জের বিজেপি প্রার্থীকে রঙ-তুলি হাতে দেওয়াল লিখতেও দেখা যায়।

তবে ভোটে জয়লাভ করলেই সবার প্রথম নজর দেওয়া হবে নিকাশি ব্যবস্থায়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী। পাশাপাশি সকলের জন্য পরিশ্রুত পানীয় জল ও মহিলাদের নিজের নামে মাথার উপর ছাদ নির্মাণের প্রতিশ্রুতিও দেন কেয়া। তবে সুব্রত মুখোপাধ্যায় প্রসঙ্গে কেয়া ঘোষ বলেন, তিনি ছিলেন একজন রাজনৈতিক আইকন। কোনও রাজনীতির গণ্ডিতে তাঁকে মাপা যাবে না বলেও জানান বিজেপি প্রার্থী। কেয়া ঘোষের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে তা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না গেরুয়া শিবিরের বিজেপি প্রার্থী।

এদিন মানুষের সঙ্গে মিলেমিশে উন্নয়ন করার অঙ্গীকারও করেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী। তবে ভোটে কোনওরকমের হিংসা সহ্য করবে না ভারতীয় জনতা পার্টি, সেই হুশিয়ারিও দেন কেয়া।

Share.
Leave A Reply

Exit mobile version