কলকাতা ব্যুরো : আজ নিয়ে ১২ দিন পড়লো কৃষকদের ধরনা। দিল্লি, হরিয়ানা সীমানার বেশ কয়েকটি জায়গায় অবস্থান করছেন কৃষকরা। আজ বিক্ষোভকারী সেইসব কৃষকের সঙ্গে সিংঘুতে দেখা করতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির অন্যান্য মন্ত্রীরাও তার সঙ্গে যাবেন। দিল্লি সরকার আন্দোলনরত কৃষকদের জন্য যে সমস্ত ব্যবস্থা করেছে তাই খতিয়ে দেখতে যাচ্ছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

বিক্ষোভের জেরে সিংঘু, প্রিয়া, মানিহারি এবং মঙ্গেশ সীমানা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সাধারণ মানুষকে ওইসব জায়গা ব্যবহার করতে বারণ করা হয়েছে। ৯ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠকের কথা কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমারের।তার আগে কালকে আছে ভারত বনধ। প্রস্তুতি চলছে কৃষক সংগঠনগুলির। এই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । উল্লেখ্য কালকের ভারত বন্ধকে সমর্থন করেছেন দেশের অধিকাংশ বিরোধী দলগুলি। বামদলগুলোর পাশাপাশি কংগ্রেস, আরজেডি, ডিএমকে, এসপির মত দল গুলি বন্ধের সমর্থনে ইতিমধ্যেই সরব হয়েছেন। বন্ধের সিদ্ধান্তকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভারত বন্ধ কে নৈতিক সমর্থন জানিয়েছেন। কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব রাজনৈতিক দলই তাদের আন্দোলনে স্বাগত। কিন্তু কোনো রাজনৈতিক দলই তাদের নিজস্ব পতাকা ব্যবহার করতে পারবেন না। নিজস্ব পতাকা ছেড়ে কৃষকদের পতাকার তলায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে সব রাজনৈতিক দলগুলিকে। কৃষক বিক্ষোভ বিরোধী ঐক্য কিছু হলেও ব্যাকফুটে নরেন্দ্র মোদি সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version