কলকাতা ব্যুরো: সবাই শান্ত থাকুন। সেনা অফিসার নিজের জওয়ানদের নির্দেশ দিলেন। তারপরেই সামনে তাকিয়ে, তোমাকে আমরা দেখতে পাচ্ছি, ছোটু, তুমি আস্তে আস্তে এগিয়ে এসো। কথা দিচ্ছি তোমার ক্ষতি হবে না। ভিডিওতে দেখা যায়, সেনা অফিসার এই ভাবেই কথা বলতে বলতে দূরে গাছগাছালির মধ্যে কাউকে নির্দেশ দিচ্ছেন। পরক্ষণেই তিনি তাঁর সহকর্মীদের বলছেন, কেউ গুলি চালাবে না। আবার তারপরেই সামনের দিকে লক্ষ্য করে বলছেন, আমি কথা দিচ্ছি, তোমার কোন ক্ষতি হবে না। এমনই এক ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরের এক জঙ্গিকে আত্মসমর্পণের জন্য চারিদিক থেকে জাল বিছিয়ে কিভাবে থাকে ধরা হল, সেই ছবি সেনা প্রকাশ করেছে।
আবার সেই সেনা অফিসারকে বলতে শোনা গেল, জামা ছেড়ে দাও, তুমি এমনি এগিয়ে এসো। কিচ্ছু দরকার নেই। তুমি এগিয়ে এসো। কথা দিচ্ছি কেউ গুলি চালাবে না।এর সামান্য সময় পরে দেখা গেল এক যুবক গুটি গুটি পায় এগিয়ে আসছে। তখনো ওই সেনা অফিসার বলছেন, ওখানে আর কেউ আছে?কোন অস্ত্র আছে?…. ঠিক আছে সামনে এগিয়ে এসো। কয়েক সেকেন্ড পরেই দেখা গেল, খালি গায়ে এক যুবক ট্রাক স্যুট প্যান্ট পড়ে খালি হাতেই এগিয়ে এলো ওই সেনা অফিসারের সামনে। তাকে সেখানে বসতে বলা হলো। তখনই ওই সেনা অফিসার হুকুম দিলেন, ওকে জল দাও। এর মধ্যেই যেখান থেকে ওই জঙ্গি বেরিয়ে এসেছিল, সেখানে কোনো অস্ত্র আছে কিনা তার খোঁজ করতে গিয়ে পাওয়া গেল একটি একে সিরিজের রাইফেল।
এরপরে আরো একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী। যেখানে ওই যুবককে আশ্বস্থ করছে বাহিনী। তারই মধ্যে এক বৃদ্ধ সেনা অফিসারদের পায়ে হাত দিয়ে ছেলেকে রক্ষা করার অনুরোধ করেছেন শোনা যাচ্ছে। সেনাবাহিনী অফিসারের অফিসার বলছেন, ছেলেকে বলুন সে খুব ভালো কাজ করেছে। তার অতীত ভুলে যাক। কিন্তু ভবিষ্যতে যেন আর কোনদিন জঙ্গিদের সঙ্গে না যায়।
১৩ অক্টোবর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল বদগাম জেলার চাদুরা গ্রামের দোকানদার ৩১ বছর বয়সী জাহাঙ্গীর ভাট। গত শুক্রবার ওই গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের। তারপরই সেখান থেকে অন্য জঙ্গিরা পালিয়ে গেলেও, জাহাঙ্গীর ভাটকে আত্মসমর্পণে বাধ্য করে বাহিনী।