কলকাতা ব্যুরো: গুলমার্গ বা ডাল লেক নয়, আগামী দিনে কাশ্মীরে পর্যটনের নতুন ঠিকানা হতে পারে দুধপাটরি বা দুধের উপত্যকা।’ একই সঙ্গে ইউসমার্গ হতে পারে পর্যটকদের আরেক অতি ভালো লাগার জায়গা।গত দেড় বছর ধরে পর্যটনে প্রথম প্রবল ক্ষতির পর এখন ফের পর্যটক টানতে রাস্তায় নেমে পড়েছে কাশ্মীর। আর এক্ষেত্রে কাশ্মীরের পর্যটনের কর্তাদের এখন ঠিকানা হয়েছে কলকাতায়। আগামী এক সপ্তাহ ধরে কলকাতায় পর্যটন সংস্থাগুলির সঙ্গে কাশ্মীর নিয়ে আলাপ-আলোচনা, বৈঠক করছে কাশ্মীরের ওই সরকারি আধিকারিকদের দল।
কারণ কাশ্মীরের ওই দলটি জানাচ্ছে, এ দেশের মধ্যে উপত্যকায় সবচেয়ে বেশি পর্যটক যান এ রাজ্য থেকে। তারপরেই গুজরাট ও মহারাষ্ট্রের পর্যটকেরা কাশ্মীরে বেড়াতে যান। তাই গত দেড় বছর ধরে প্রবল খারাপ সময় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে কাশ্মীরের কর্তারা তারা মনে করছেন, ভরসা যুগিয়ে বাংলার মন জয় এক্ষেত্রে সবচেয়ে জরুরি। আর পর্যটন সংস্থাগুলির সঙ্গে বৈঠক করতে গিয়ে তাই, কাশ্মীরে পর্যটকদের জন্য খুঁজে পাওয়া নতুন নতুন ঠিকানাগুলির কথা জানাচ্ছেন তারা।
কাশ্মীরে প্রায় ৫০০ হোটেল, ৮০০ গেস্ট হাউস রয়েছে শ্রীনগরে একইসঙ্গে ৯০০ হাউসবোট এবং ৪০০ সিকা রাত রয়েছে ডাল লেকে। কিন্তু গত দেড় বছর ধরে তাদের জীবন-জীবিকা একরকম স্তব্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় পর্যটক টানতে কাশ্মীরের পর্যটনের সঙ্গে যুক্ত সরকারি অফিসাররা যাচ্ছেন রাজ্যে রাজ্যে।তাদের বার্তা গতবছর আকাশে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে মাসের পর মাস শাট ডাউনের ফলে যে অচলাবস্থা ছিল উপত্যকায়, এখন কেটে গিয়েছে। টুজি ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছে কাশ্মীর ভ্যালির সর্বত্র। তাই গুলমার্গ, পহেলগাঁও থেকে শুরু করে ডাল লেক কে আবার ছন্দে ফেরাতে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছেন তারা।গত দেড় বছর ধরে যেমন একেবারে স্তব্ধ কাশ্মীর পর্যটন, তার আগে ২০১৮ তে তো খুব একটা ভালো ব্যবসা হয়নি কাশ্মীরে। হিসেব বলছে, ২০১২ থেকে ২০১৮ র মধ্যে সাত বছরে সবচেয়ে কম পর্যটকের পা পড়েছে কাশ্মীরে। ২০১৮ তে সাড়ে আট লক্ষ পর্যটক গিয়েছিলেন সেখানে। যদিও তার আগের বছর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ। এর পিছনে কাশ্মীরকে ঘিরে রাজনৈতিক হানাহানি, গোলমাল পর্যটনের ক্ষেত্রে বড় সমস্যা হয়েছিল বলে মনে করছেন সেখানকার সরকারি আধিকারিকরা। কারণ মানুষ অশান্তির মধ্যে বেড়ানোর কথা ভাবেনা। আর কাশ্মীরের সৌন্দর্য্যে সেই রক্ত আর হানাহানি, পর্যটকদের মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। এখন আবার সব স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করে তারা পর্যটকদের টানতে বেরিয়ে পড়েছেন চারদিকে পর্যটনের বিকাশে।