কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে কাশ্মীরে জঙ্গি -সিআরপিএফ গুলির লড়াইযে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে। আবার অন্য একটি ঘটনায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে এক সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন।
সংবাদ সংস্থার খবর, আওয়ান্টিপুরা জেলার মেঘনায এলাকায় সকাল থেকে গুলির লড়াই চলে জঙ্গী এবং কেন্দ্রীয় বাহিনীর। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়। আবার বদ গামে একই রকম গোলাগুলিতে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।