এক নজরে

বোনের বিয়েতে যাওয়ায় আপত্তি স্বামীর

By admin

December 05, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) শনিবার ভোরে চার তলার ছাদ থেকে নিচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো খুশবু কুমারি গুপ্তা নামে ২২ বছরের এক গৃহবধুর। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ উপর থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পেয়ে গোপাল প্রসাদ গুপ্ত দেখেন তার পুত্রবধু উপর থেকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়েছেন। তার চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে ওই গৃহবধূকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ ময়না তদন্তে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে কসবা থানার নস্করহাট মধ্যপাড়া এলাকায়।

গত বছরে খুশবু কুমারীর বিয়ে হয়েছিল রাজকুমার গুপ্তার সঙ্গে। পেশায় ক্যাটারিং ব্যবসায়ী রাজকুমার এদিন ব্যবসার কাজে ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে হাওড়া থেকে জামশেদপুর যাওয়ার ট্রেন ধরেন। এর কিছুক্ষণ পরেই খুশবু কুমারী তিনতলা থেকে চার তলার ছাদে উঠে যান। তা লক্ষ্য করেন তার শ্বশুর গোপাল প্রসাদ গুপ্তা। এর কিছুক্ষণ পরেই হঠাৎ ভারী কিছু নিচে পড়ার শব্দ শুনে গোপাল বাবু তড়িঘড়ি গিয়ে দেখেন আবাসনের সামনে পড়ে রয়েছে পুত্রবধূর দেহ।

গত বছরেই রাজকুমারের সঙ্গে বিয়ে হয় খুশবু কুমারীর। আগামী ৭ ডিসেম্বর খুশবুর বোনের বিয়ে ঠিক হয়েছে। সেজন্য তাদের লখনৌ যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে তাদের তিন মাসের মেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ফলে এই ঠান্ডায় অত ছোট মেয়েকে নিয়ে যাওয়ায় আপত্তি জানায় রাজকুমার। যা নিয়ে দুজনের মধ্যে গত কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল।