কলকাতা ব্যুরো: কর্নাটকের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ফাঁস হয়ে গেল পুলিশি তল্লাশিতে। ব্যবসায়িক কাজে কলকাতায় আসা ওই ব্যক্তিকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপদ চেয়েছিল দুষ্কৃতীরা। তাকে আটক করে চৌবাগা এলাকার একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়। তার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর আনন্দপুর ও তিল জলা পুলিশের যৌথ উদ্যোগে মনসুর হোসেন নামে বছর চল্লিশের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে অপহরণ করার অভিযোগে মহম্মদ রিয়াজ ও মোহাম্মদ আশরাফুল আমিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার শাওয়ার হোসেন নামে কর্নাটকের বানকাল এলাকার এক ব্যক্তি আনন্দপুর থানায় অভিযোগ করেন তার ভাইকে অপহরণ করা হয়েছে। ব্যবসার কাজে ১ ডিসেম্বর তিনি কলকাতায় এসেছিলেন। তারপরেই তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। তার কাছ থেকে পাঁচ থেকে ছ লক্ষ টাকা দাবি করে। পুলিশ তদন্তে নেমে বউ বাজারের মোঃ আশরাফ নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে দীর্ঘ জেরার পর চৌবাগা গুলশান কলোনি এলাকায় একটি ফ্ল্যাটে হানা দেয় আনন্দপুর থানার পুলিশ। সেখানেই রিয়াজ নামে বউবাজারের আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে।

Share.
Leave A Reply

Exit mobile version