২১ এর ধর্মযুদ্ধ

বালিতে শেষ প্রচারে কারাট – মিঠুন

By admin

April 09, 2021

কলকাতা ব্যুরো: চতুর্থ দফার ভোটের প্রচারের আজই ছিল শেষ দিন। তাই সকাল থেকেই গাড়িতে মাইক ফিট করে প্রচারে নেমে পড়েছিল সকলেই। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বালি কেন্দ্রে একইসাথে হয়ে গেল একজোড়া রাজনৈতিক সম্মেলন।৪র্থ দফার ভোটে বিভিন্ন কেন্দ্রের সাথে সাথে নজর থাকবে হাওড়া জেলার বালি কেন্দ্রেও। তিন দলের মধ্যেই এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই কেন্দ্রে সিপিআইএম-এর তরফে দাঁড়িয়েছেন দিপ্সীতা ধর, বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন সদ্য তৃণমূল থেকে বিরাড়িত এবং বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া আর অন্যদিকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রানা চ্যাটার্জী।গত বেশ কিছুদিন ধরেই এখানে ভোটের প্রচার নিয়ে একপ্রকার রেষারেষি চলছিল। বৃহস্পতিবার সকালে তা যেন এক বিরাট আকার ধারণ করে। ঐদিনই সিপিআইএম ও বিজেপি দুটি সভার আয়োজন করেন। বালি অ্যাথেলেটিক ক্লাব প্রাঙ্গনে বিকেল ৪টে থেকে শুরু হয় বান্মফ্রন্টের সভা যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বৃন্দা কারাট। শাসক দলের অত্যাচার ও কাটমানি নিয়ে এদিন একাধিক প্রশ্ন ছুঁড়ে কারাট সরকারের দিকে। সেই সাথে বালির মানুষকে আশ্বাস দেন যে বালিতে বামফ্রন্ট জিতলে উন্নয়নের গতি আরও বাড়বে।

অন্যদিকে বিজেপির সভা ছিল বিকেল ৩টে থেকে বালি নবীন সংঘ ক্লাব প্রাঙ্গনে। এখানে বৈশালীর সাথে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ফলতই মেগাস্টারকে দেখতে সেখানে নেমেছিল মানুষের ঢল। সভায় বৈশালী নিজেকে বালির মেয়ে বলেই আক্ষা দিয়েছেন। তিনি এও বলেন যে যারা এর আগে তাঁর কাছ থেকে উপকৃত হয়েছেন, তাঁরা জানেন যে তিনি সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই বালিতে বিজেপির জয় নিয়ে যথেষ্টই আশাবাদী বৈশালী। অন্যদিকে প্রধান বক্তা মিঠুন চক্রবর্তীর কথার ভাষণ আর বাংলা ছবির ডায়লগই মাতিয়ে তুলেছিল গোটা সভা। বালির মানুষের উদ্দেশ্যে তিনি বলেন বৈশালীকে বালির মানুষ জানে আরে সেও বালির মানুষদের চেনে। তাই এখানে বিজেপির জয় নিয়ে কার্জত নিশ্চিত তাঁরা।এদিন অবশ্য তৃণমূলের তরফে কোনও সভার আয়োজন করা হয়নি কারণ কয়েকদিন আগেই বালি অ্যাথেলেটিক ক্লাবের মাঠে সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তাদের প্রচারে কোনও খামতি ছিল না। বড় বড় ট্যাবলো বানিয়ে সেখানে ‘খেলা হবে’ গান চালিয়ে সারাদিন ধরে গোটা শহরে ঘুরে বেড়িয়েছে তাদের একাধিক গাড়ি। সেই সাথে প্রচার ও চলেছে পুরোদমে। মোটের উপর ১০ তারিখে চতুর্থ দফা ভোটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বালির তিনটি দলই।