এক নজরে

চাপে পড়ে মুখ খুললেন করণ

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: তাঁর দেওয়া পার্টিতে মাদক সেবনের অভিযোগ উঠেছে। তা নিয়ে প্রচারের মধ্যে চাপের মুখে মুখ খুললেন বলিউড পরিচালক করণ জোহর। তিনি বলেন, ২০১৯ সালে আমি পার্টি দিয়েছিলেন ঠিকই। কিন্তু সেই পার্টিতে কেউ মাদক নেননি। এ নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তিনি এও বলেন, আমি কোনো মাদক নিই না। তা নিতে কাউকে উৎসাহ ও দিই না।

জানা গিয়েছে, বলিউডে মাদক যোগের ব্যাপারে করণ জোহরকেও তলব করতে পারে এনসিবি।