কলকাতা ব্যুরো: ধর্মা প্রোডাকশনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে এনসিবি। তবে করণ জোহরের পার্টির সঙ্গে সুশান্ত সিং রাজপুত মামলার কোনো যোগ নেই বলে জানালো এনসিবি। এই তদন্তে ওই সংস্থার তরফে নতুন করে কাউকে সমন পাঠানো হয়নি বলেও জানা গিয়েছে।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও করণ সাফ জানান, ব্যক্তিগতভাবে কোনো কর্মী কোনো অনৈতিক কাজে যুক্ত থাকলে তার জন্য তিনি বা সংস্থা যুক্ত হতে পারে না। এনসিবি ও জানিয়েছে, এই মামলার সঙ্গে ২০১৯ এ করণের পার্টির কোনো যোগ নেই।

তবে এই মামলায় দীপিকার বয়ান নিয়ে সন্তুষ্ট নয় এনসিবি। তাদের বক্তব্য, ড্রাগ চ্যাটের কথা স্বীকার করলেও বহু প্রশ্নেরই উত্তর এড়িয়ে গেছেন তিনি। প্রশ্নের মুখে বলেছেন আইনজীবীদের বলে দেওয়া বয়ান। যদিও দীপিকা, শ্রদ্ধা ও সারার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version