কলকাতা ব্যুরো: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বাইয়ে বসে টুইটারে যুদ্ধ করছেন শিবসেনার সঙ্গে। আবার শিবসেনা পাল্টা ঢিল ছুড়ছে তাকে। এরইমধ্যে কঙ্গনার হয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। মুম্বাই পুলিশ, টালিগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার পলাশ বোস নামে ওই ব্যক্তিকে আলিপুর আদালত পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাবে পুলিশ।
মুম্বাই পুলিশের দাই, প্রাথমিক জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ভক্ত। যেভাবে তাকে শিবসেনা ও মুখপাত্র সঞ্জয় রাউত আক্রমণ করছেন, তাতেই রেগে গিয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।