কলকাতা ব্যুরো: আর তার নিরাপত্তা নিয়ে হেলাফেলা নয় সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে সন্দেহের নানান প্রশ্ন তুলে প্রথম গলা চড়ানো অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনায় মাদক মামলায় যুক্ত হতেই বলিউডের মাদক যোগ নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। এমনকি নাম করে করে একাধিক অভিনেতার মাদক- যোগ চ্যালেঞ্জ করেছিলেন।
এর আগে বলিউডে ‘উল্টো সুর’ কথা বলে তিনি সহকর্মীদের একটা বড় অংশের বিরাগভাজন হয়েছেন। আর যার সর্বশেষ উদাহরণ সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেই নেটিজেন ইস্যুতে গর্জে ওঠা। তাই এবার তার নিরাপত্তায় বাহিনী নিয়োগ নির্দেশ দিল কেন্দ্র।