কলকাতা ব্যুরো: কাজ বন্ধের নোটিশ এসেছিল আগেই। বান্দ্রার পালি হিলসে তার মানিকর্নিকা প্রোডাকশন হাউসের কিছু সংস্কার ও নির্মাণ বেআইনিভাবে হচ্ছে বলে জানিয়েছিল মুম্বাই পুর নিগম। ২৪ ঘন্টার মধ্যে তাকে প্রয়োজনীয় অনুমতি দাখিল করতে বলেছিল বিএমসি।

বিএমসির দাবি, সেই কাগজপত্র দেখাতে পারেননি ওই বলিউড স্টার। তিনি আরো ৭ দিন সময় চেয়েছেন। যদিও তা দিতে নারাজ বিএমসি। এদিনই অবশ্য কঙ্গনার বাড়ি ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করেছে মুম্বাই হাইকোর্ট। ফলে বিষয়টির ফয়সালা হতে হবে এবার আইনি পরিসরেই। এই ঘটনায় আপাতত খানিকটা ব্যাকফুটে থাকবে বিএমসি।

এদিনই হিমাচল থেকে মুম্বাই ফেরেন কঙ্গনা। বিমানবন্দরেই তিনি খবর পান, তার বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে বিএমসি। এরপরেই টুইটে কঙ্গনা বলেন, বাবর ধ্বংস করতে আসছে রাম মন্দির। কিন্তু রাম মন্দির আবার গড়ে উঠবেই। জয় শ্রীরাম।

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির নির্মানের রায়ের দিন মুক্তি পেয়েছিলো মনিকর্নিকার ব্যানারে প্রথম ফিল্ম। সে কথাও টুইটে স্মরণ করিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। শিবসেনার সঙ্গে তার বাকযুদ্ধ চলছেই। সেই পরিপ্রেক্ষিতেই মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন বলিউডের ওই অভিনেত্রী। যে কথায় বেজায় চটেছিলো শিব সেনা।এবার রামমন্দিরের ইস্যু কি সে কারণেই সচেতন ভাবে তোলা। উঠছে সেই প্রশ্নও।

Share.
Leave A Reply

Exit mobile version