এক নজরে

প্রতিহিংসামূলক মনোভাব থেকেই কঙ্গনা রানাওয়াতের বাড়ি ভেঙেছে পুরসভা, তাই ক্ষতিপূরণ দিতে নির্দেশ হাইকোর্টের

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: কোন নাগরিকের কথায় ক্ষুব্ধ হয়ে তাকে সবক শেখাতে যদি রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ করে তার কাম্য নয়। এমনকি নাগরিককে রং বিচার করে দেখাও রাষ্ট্রের অনুচিত। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একের পর এক টুইট করে তাদের বিরুদ্ধাচারণ করেছিল বলেই, তাকে সবক শেখাতে মুম্বাইয়ে তার বাড়ি ভাঙার নির্দেশ বৃহান্ন মুম্বাই পুরসভা দিয়েছিল বলে তার স্পষ্ট জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট।পর্যবেক্ষণ দিয়েই শুধু থেমে থাকেনি আদালত। আদালত নিজেই সার্ভেয়ার ঠিক করে দিয়েছে, ওই বাড়ির ক্ষয় ক্ষতির হিসেব কষতে। বাড়ি ভাঙার জন্য কঙ্গনা রানাওয়াতকে ক্ষতিপূরণ দিতে হবে পুরসভাকেই, জানিয়ে দিয়েছে বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।হাইকোর্ট তার রায়ের ছত্রে ছত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মুম্বাই পুরসভা কঙ্গনা রানাওয়াত এর ক্ষেত্রে যা করেছে, একটা রাজ্য সরকার বা তার কোনো প্রতিষ্ঠানের পক্ষে এমনটা করার কথা নয়। একইসঙ্গে কঙ্গনা রানাওয়াত কে ও আদালত সতর্ক করেছে, এমন কোন মন্তব্য বা প্রচার করা নিয়ে, যে ক্ষেত্রে কোন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। আবার তার কথায় কিছু মানুষ ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিমুখ হয়, একজন নাগরিকের সেটাও করা উচিত নয় বলে তার রায়ে জানিয়ে দিয়েছে বোম্বে হাইকোর্ট। আর কোনো নাগরিক যদি এমন কোন টুইট বা মন্তব্য করেও থাকেন একটি প্রতিষ্ঠান তা গ্রাহ্য না করায় সঠিক পথ বলেও মনে করছে হাইকোর্ট।কিন্তু হাইকোর্ট তার রায়ের বেশিরভাগ অংশটাই খরচ করেছে মুম্বাই পুরসভার আচরণ নিয়ে আপত্তি জানিয়ে। যেভাবে মুম্বাই পুরসভা কঙ্গনা রানাওয়াতের বাড়ি ও অফিস বেআইনি বলে ভাঙার নির্দেশ দিয়েছে, তা একেবারেই প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করেছে হাইকোর্ট তাই তার জন্য ক্ষতিপূরণও হাইকোর্টের নির্দেশে দিতে হবে পুরসভাকেই।