এক নজরে

কঙ্গনার মামলায় সঞ্জয় রাউতের বিরম্বনা হাইকোর্টে

By admin

September 28, 2020

কলকাতা ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের অফিস বেআইনি চিহ্নিত করে ভাঙার মামলায় সঞ্জয় রাউতের দেওয়া হুমকি বক্তব্য আদালতে পেশ করলেন অভিনেত্রীর আইনজীবী। পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সঙ্গে মুম্বাইয়ের তুলনা করেন কঙ্গনা। এর পরিবর্তে তাকে সঞ্জয় সবক শেখানোর হুমকি দিয়েছিলেন ক্যামেরার সামনে।এদিন সেই নথি আদালতে পেশ করতে গেলে সঞ্জয় রাউত এর আইনজীবী এ ব্যাপারে আপত্তি জানান। মঙ্গলবার এই নিয়ে তার বক্তব্য হলফনামা আকারে পেশ করার আবেদন জানান। যদিও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত এর আগে ওই বক্তব্য বলার পর ভুল বলেছেন বলে সংবাদমাধ্যমের কাছে নিজের ভুল স্বীকার করেন।কিন্তু কঙ্গনার অফিস ভাঙার ঘটনায় কেন পুরসভা এত তড়িঘড়ি করতে গেল সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। কাল মামলা উঠলে এ নিয়ে মুম্বাই পুরসভা তার বক্তব্য জানাবে। নয় সেপ্টেম্বর কঙ্গনা রানাওয়াতকে আগে একটি নোটিশ দিয়ে পরদিনই বাড়ি ভেঙে দেয় পুরসভা।আদালত যে সংশ্লিষ্ট অফিসার ওই নির্দেশ দিয়েছিলেন তার হলফনামা চাইলে একের পর এক দিন সময় নেওয়া হয় পুরসভার থেকে। যা নিয়ে হাইকোর্টের কটাক্ষের মুখে পড়তে হয় শিবসেনা পরিচালিত পুরসভাকে।