কলকাতা ব্যুরো: মুম্বাই পুরসভা তার নিজস্ব অফিস আজ ভেঙ্গে দেবে বলে জানিয়ে এই মর্মে টুইট করলেন উদ্বিগ্ন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার দাবি, পুরসভার যাবতীয় অনুমোদন নিয়ে মুম্বাইয়ের পশ্চিম খারে এলাকায় তিনি প্রোডাকশন হাউজ তৈরি করেছেন। কিন্তু তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মঙ্গলবার এই অফিস ভেঙে দেওয়া হবে।
সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর পর সুবিচারের দাবিতে প্রথম সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের মত যারা তথাকথিত ফিল্মের দুনিয়ার পরিবারের বাইরে থেকে এই জগতে পা রেখেছেন তাদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। তার সেই আওয়াজ নেটিজেনদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে দেয়। দেশজুড়ে এই নিয়ে বিতর্ক শুরু হয়।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার উপর হামলার আশঙ্কা করে তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে।
আবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য মাদকচক্রের অভিযোগ যুক্ত হতেই বলিউডে মাদক নিয়ে বিস্ফোরণ ঘটান অভিনেত্রী কঙ্গনা। নির্দিষ্ট করে নাম করেই বেশ কিছু অভিনেতার মাদক যোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি। আবার তিনি বলেন শিবসেনার রাজনীতির বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে মুম্বাই পুরসভা তার অফিস বেআইনি বলে আদতেই ভাঙতে পারে কিনা সে নিয়ে জল্পনা রয়েছে।
Previous Articleকরোনা পরিস্থিতির উন্নতি উত্তরবঙ্গে
Next Article গভীর রাতে লাদাখে গুলিবৃষ্টি
Related Posts
Add A Comment