কলকাতা ব্যুরো : ৮০ বছরের বৃদ্ধ গোপালান বালাচান্দ্রন । থাকেন দিল্লিতে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের মামা তিনি। ৮০ বছরের গোপালান বালাচান্দ্রন তার ভাগ্নি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এই খবরে গর্বিত এবং আপ্লুত। খুব তাড়াতাড়ি ফোন করে কমলাকে অভিনন্দন জানান তিনি।

দিল্লির বাড়িতে এখন উচ্ছ্বাস বাঁধনহারা। বালাচান্দ্রন জানালেন কমলার পরিবারের বাকি সদস্যরা শপথ অনুষ্ঠানে হাজির হতে জানুয়ারিতে মার্কিন মুলুকে পাড়ি দেবেন। তার কথায় আমার মেয়ে সেখানেই রয়েছে। কমলাকে প্রচারে সহায়তা করছে। কোনভাবে বাড়ির মেয়ের শপথ অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না গোপালান বালাচান্দ্রন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে জয়ী মামা বর্তমানে দিল্লিতে থাকেন। প্রতিরক্ষা মন্ত্রকের কর্মী তিনি। ভারতীয় সময় রাত দশটা নাগাদ হ্যারিসের মামাতো বোন টুইট করে লেখেন, অবাক করা কান্ড। শেষ পর্যন্ত বাস্তবে তাই ঘটল। আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট আমার দিদি কমলা হ্যারিস।

কমলার সাফল্যে তার ছোটবেলার অনেক স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে মামা বালাচান্দ্রনের। জানালেন দিদি অনুপ্রাণিত করেছে কমলাকে। নাগরিক অধিকারের দাবিতে সেদেশে হ্যারিসের সমর্থন ছিল। নিজেও লড়াই করেছেন। সবার জন্য সমান অধিকার চাই এই দাবিতে। ছোট থেকে বড় হয়েছে কমলা। ২০১৯ সালে মামা ভাগ্নের মধ্যে ওয়াশিংটনে শেষ দেখা হয়েছিল। দু’দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে মাঝে মাঝেই কথা হয় বালাচান্দ্রন এর।

Share.
Leave A Reply

Exit mobile version