কলকাতা ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকর-এর বিরুদ্ধে এবার সরাসরি ফৌজদারি মামলা করার প্রসঙ্গ তুললেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে কল্যাণের অভিযোগ, রাজ্যপালের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ আছে। তাই প্রশাসনের কাছে তিনি রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য আবেদন জানিয়েছেন।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগের স্বপক্ষে কিছু যুক্তি তুলে ধরেন। এর পরেই তাঁর বক্তব্য, কলকাতা পুলিশ এবং বিধান নগর পুলিশের কাছে আমি জগদীপ ধনকর-এর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুরোধ করছি এবং রাষ্ট্রপতির কাছে তাকে পদ থেকে সরানোর জন্য অনুরোধ করছি। কল্যান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গোবিন্দ আগারওয়াল এবং সুদীপ্ত রায় চৌধুরী নামে যে দুজনকে সম্প্রতি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের বাঁচাতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন। এমনকি গরু পাচারের অভিযুক্তদের হয়েও সওয়াল করছেন রাজ্যপাল।
কল্যান বন্দোপাধ্যায় বলেন, আগরওয়াল এবং নীরজ সিংহ নামে এক আইআরএস অফিসারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট প্রথম মামলা দায়ের করে। তাদের হেফাজত থেকে ৩.৮৮ কোটি টাকার বাজেয়াপ্ত করা হয়। যাবতীয় কাগজপত্র সংগ্রহ করে তারপরে তদন্ত চালায় কলকাতা পুলিশ। এরপরেই ২৯ নভেম্বর গোবিন্দ আগরওয়ালকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আরো বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর নাম এই তদন্তে উঠে এসেছে।
অন্যদিকে ইডির অভিযোগের ভিত্তিতেই রোজভ্যালির একদা কর্মী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেপ্তার করেছে বিধান নগর পুলিশ। অথচ এদের জন্যই সওয়াল করছেন জগদীপ ধনকর। তৃণমূল সাংসদের এই অভিযোগের পরে এখন ও অবশ্য কোনো প্রতিক্রিয়া এ ব্যাপারে পাওয়া যায়নি রাজভবন থেকে।