কলকাতা ব্যুরো : দূর্গা পূজার মত এবার নিউ নর্মালে কালীপুজো হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। কালীপুজোর দিন কালীঘাটের মন্দিরের পূজায় নানাবিধ পরিবর্তন আসছে। রীতি মেনেই এবার কালীঘাটের কালী পূজার দিন লক্ষ্মী পুজো হবে। মন্দির খোলা থাকবে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত ১১টা পর্যন্ত। তবে দর্শনার্থীরা গর্ভগৃহে কালীপুজোর রাতে প্রবেশ করতে পারবেন না। নির্বিঘ্নে গর্ভগৃহে মায়ের পুজো হবে।

ভক্তদের এবারের পুজো দেখতে হবে ঝড় জোড়বাংলা থেকে। মন্দিরের ২ নম্বর গেট দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে। বেরোতে হবে ৫ নম্বর গেট দিয়ে। তবে কালীপুজোর দিন ভিড় দেখে এই ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আসতে পারে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। কড়া নজর থাকবে সামাজিক দূরত্ব বিধির উপরে। স্বাস্থ্যবিধি মেনে কালীপুজো হবে এবার। কালীঘাটে মন্দিরের বাইরে নিয়ম শৃংখলার ব্যাপারে পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব থাকবে।

কোভিড সতর্কতা মেনেই কালীঘাটের কালী পুজো হতে চলেছে এবার। কালীঘাটের দক্ষিণাকালী দর্শনের জন্য বরাবরই এক বিপুল সংখ্যক ভক্তের ভিড় হয় কালীপুজোর দিন। এবারে পুজোটা অন্যরকম। অতিমারির মধ্যে কিভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে সে নিয়ে এখনও সংশয়ে রয়েছে মন্দির কমিটি।

Share.
Leave A Reply

Exit mobile version