এক নজরে

রাজ্যে বাজি নিষিদ্ধ নভেম্বরে, কালী পুজোতেও নো এন্টি জোন মন্ডপ

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো: রজ্যে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হলো এবছরের জন্য। ছট পুজোতে বাজি যাতে না ফাটে তার নিশ্চিত করতে হবে রাজ্যকে। একইসঙ্গে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজোয় মণ্ডপ দূর্গা পূজার মতোই নো এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত করা হলো। ফলে এবার অন্য পুজো গুলিতেও রাস্তায় বা মণ্ডপে চেনা ভিড় থাকবে না। দূর্গা পূজায় যেমন নির্দেশ ছিলেন মণ্ডপে ভিড় না করার সেই একই নিয়ম থাকবে কালী সহ সব পুজোয়। পুলিশ সবটা নিশ্চিত করবে। স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক। দূরত্ববিধি বলবৎ থাকবে। বিসর্জনের শোভাযাত্রা হবে না। বাজনা এবং আলোকসজ্জা করা যাবেনা বিসর্জনের জন্য। নূন্যতম আয়োজন করতে হবে বিসর্জনের জন্য। বিসর্জন ঘাটে বেশি লোক নয়। এমনই নির্দেশ দিলো বিচারপতি সঞ্জীব বন্দোপাধায়ের ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি কালী পুজো মণ্ডপেও নো এন্ট্রি নির্দেশ হাইকোর্টের। ৩০০ বর্গ মিটারের কম মণ্ডপের ৫ মিটার দূরে নো এন্ট্রি বোর্ড। একসঙ্গে ১০ জন মণ্ডপে থাকতে পারবে।মণ্ডপ থেকে ৫ মিটারের দূরত্বের মধ্যে ঢাকিরা থাকতে পারবে। ৩০০ বর্গমিটার বড় মণ্ডপের ক্ষেত্রে একইসঙ্গে ৪৫ জন ঢুকবে। স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক। এদিন পুলিশের প্রশংসা করে হাইকোর্ট জানায় দুর্গাপূজার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করেছে পুলিশ। তাদের ওপর আদালতের আস্থা রয়েছে ভিড় নিয়ন্ত্রণের। বড় মণ্ডপের ক্ষেত্রে পুলিশ ঠিক করবে কত মিটার দূরে নোএন্ট্রি বোর্ড থাকবে।

এছাড়াও জগদ্ধাত্রী, কার্তিক পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ রাখতে চায় আদালত। তবে শুধু পুজো মণ্ডপই নয় কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আসানসোল কল্যাণেশ্বরীর মতো জনসমাগমের মন্দিরগুলিতেও ভিড় নিয়ন্ত্রণ হবে। পুলিশই ঠিক করবে কোভিড বিধি মেনে ওই মন্দির গুলির ক্ষেত্রে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ ও একসঙ্গে কতজন মন্দিরে প্রবেশ করবে। তবে ছট পুজো নিয়ে বাকি আরো কিছু নির্দেশ আগামী ১০ নভেম্বর দেবে হাইকোর্ট।