কলকাতা ব্যুরো: কলকাতায় পরেশ পাল এর কালীপুজোর উৎসবে যোগ দেওয়ায় প্রাণে মারার হুমকি শুনতে হলো বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে। আর বাংলাদেশ থেকেই সেই ফেসবুক হুমকি আসার পর নিজেই ক্ষমা চেয়ে নিলেন শাকিব। জানিয়ে দিলেন, ওই পুজোর উদ্বোধন আগেই করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি শুধু পরেশ পাল এর অনুরোধে সেখানে হাজির হয়েছিলেন। বসেছিলেন পৃথক একটি মঞ্চে। দু’দিন আগেই রবিবার কলকাতায় উল্টোডাঙ্গা এলাকায় পরেশ পালের কালী পুজোয় হাজির হয়েছিলেন বাংলাদেশের ওই ক্রিকেটার।

কালীপুজোর তিনি উদ্বোধন করেছেন এই অভিযোগে সোমবার ফেসবুক লাইভে তাকে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশের সিলেট এলাকা থেকে মহসিন তালুকদার নামে সিলেটের সাহাপুর এলাকার তালুকদার পাড়ার এক যুবক তরোয়াল জাতীয় কিছু হাতে নিয়ে ফেসবুকে হুমকি দেন, তাকে এমন অন্যায়ের জন্য প্রাণে মারার।

এরপর সোমবার রাতে ইউটিউবে ফের নিজের বক্তব্য জানান ক্রিকেটার সাকিব। তার বক্তব্য ছিল, পরেশ পাল এর অনুরোধে তিনি সেখানে হাজির হয়েছিলেন। পুজোর উদ্বোধন তিনি করেননি। তবে পরেশদার অনুরোধে তিনি একটি প্রদীপ জ্বালিয়ে ছিলেন। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার বক্তব্য, সংবাদমাধ্যমের অনুরোধে সকলের সঙ্গে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছিলেন। তিনি বলেছেন, একজন মুসলিম হিসেবে আমি গর্বিত। আমি আমার ধর্মীয় ভাবধারায় বিশ্বাস করি। সেই মতই চলি। কিন্তু এখানে কিছু ত্রুটি হয়ে থাকতে পারে। যা জীবনের অঙ্গ। আমিও সামান্য ত্রুটি করে ফেলেছি। সেটা আপনাদের আবেগকে আঘাত করে থাকতে পারে। আমি মাত্র দু মিনিটের জন্য প্যান্ডেলে ছিলাম। কিন্তু কালী পুজোর উদ্বোধন আমি করি নি।

তার এই ইউটিউব বক্তব্য আপলোড হওয়ার পরে সিলেটের সেই মহসিন তালুকদার তার ফেসবুকে হুমকি ভিডিওটি মুছে ফেলেন। নতুন একটি ভিডিও দিয়ে তিনি জানান, আমি কাউকে কোনো হুমকি দিই নি।

Share.
Leave A Reply

Exit mobile version