কলকাতা ব্যুরো: প্রতিবছরের মতো এবছরও বেহালা ম্যানটন সংহতির কালীপুজোর শুভ উদ্বোধন করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করে সাধারণ মানুষকে দীপাবলীর শুভেচ্ছা জানান তিনি।
পাশাপাশি সাধারণ মানুষ যেন সাবধানে ও শান্তিতে থাকেন এদিন সেবিষয়েও বার্তা দেন পার্থবাবু। তিনি এদিন বাজি ফাটানো প্রসঙ্গে বলেন, আমাদের নিজেদেরও এই বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে। তবে শব্দবাজি ফাটলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।
করোনা আবহেও উৎসবের আমেজ অব্যাহত। দুর্গাপুজোর পর এবার দীপাবলি। আলোর উৎসবে মাতোয়ারা দেশ তথা রাজ্য। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। বাংলার বাইরে এই উৎসব মূলত পালিত হয় দিওয়ালি নামে।
দেখে নিন কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার নির্ঘণ্ট–
পঞ্জিকা মতে কালীপুজো পড়েছে ৪ নভেম্বর। ২০২১ সালে বৃহস্পতিবার পড়েছে দীপান্বিতা অমাবস্যা। ফলে বহু বাড়িতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা হয়। উল্লেখ্য, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যা তিথি রয়েছে, তাতে এই বিশেষ কালীপুজো পালন করা হয়।
অমাবস্যা তিথি – ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত। অন্যদিকে, ৫ নভেম্বর রাত ২ টো ৪৪ মিনিটে সম্পন্ন হবে অমাবস্যা তিথি। ফলে তার মধ্যেই কালীপুজো সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। ওই দিন চোদ্দ শাক খেয়ে বাংলার ঘরে ঘরে অন্ধকার দূর করে ১৪ টি প্রদীপ জ্বেলে ‘শুভ সময়’কে ঘরে আমন্ত্রণ জানানো হয়। অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলেন।