এক নজরে

এবার বাজি না পোড়াতে সতর্কতা সরকারের

By admin

November 03, 2020

কলকাতা ব্যুরো: এতদিন এ ব্যাপারে মুখ না খুললেও, এবার উৎসবে বাজি বন্ধের আবেদন নিয়ে হাইকোর্টে মামলা হতেই, সরব হলো নবান্ন। রাজ্য সরকারের তরফে এবার কোনরকম বাজি না পোড়াতে অনুরোধ করা হল নাগরিকদের। মঙ্গলবার নবান্নে কালী পুজো নিয়ে বৈঠকের পর করোনা বিধি মেনে পূজার ব্যাপারে গাইডলাইন প্রকাশের পর বাজি নিয়ে নাগরিকদের সতর্ক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্যও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।

নবান্নে আজ মুখ্যসচিব বলেন, পুজো উদ্যোক্তাদের এবার দুর্গা পুজোর মত কোভিড বিধি মেনে কালি পুজোর আয়োজন করতে হবে। খোলামেলা মন্ডপ সহ যাবতীয় সুরক্ষা বিধি বজায় রাখতে হবে। বিসর্জনের শোভাযাত্রাও বন্ধ রাখতে বলা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে পুলিশ পুজো কমিটি র সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবে।