এক নজরে

KMC Election 2021: নিজের ওয়ার্ডে জোরকদমে প্রচার শুরু করলেন কাকলি

By admin

November 28, 2021

কলকাতা ব্যুরো: বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন অশোকা মন্ডল। আর শনিবারই তাঁকে সরিয়ে তৃণমূল কংগ্রেস কাকলি বাগকে প্রার্থী ঘোষণা করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী অশোকা। ১৯৯০ সালে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন লাঠির আঘাত লাগে তাঁর পাশে একমাত্র যে মহিলা ছিলেন তাঁর নাম অশোকা। আর তাঁর নাম প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে এবছর কলকাতা পুরসভার ভোটে প্রার্থী করা হয়েছে কাকলিকে।

হাতে সময় কম। তাই একটুও দেরি না করে রবিবার সকালবেলায় ওয়ার্ডের নতুন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর প্রচার শুরু করলেন তারক সিং। শুরু হলো দেওয়াল লিখনের কাজও।  

কালীঘাটে ম্যারাথন বৈঠকের পর শুক্রবার পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল। প্রার্থীতালিকায় স্থান পেয়েছে একঝাঁক নতুন মুখ। তেমনই বাদ পড়েছেন অন্তত ৩৯ জন। প্রার্থীতালিকা প্রকাশের বেশ খানিকটা আগে সাংবাদিক বৈঠক করেই অবশ্য সেকথা জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের সংগঠনের কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক মহলের মতে, একঝাঁক নতুন মুখ তালিকায় থাকায় বাদ গিয়েছেন পুরনো সৈনিকরা। কারও বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণের অভিযোগ, আবার কারও বিরুদ্ধে গোষ্ঠীকোন্দলে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যার ফলে দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই অভিযোগ। ওয়াকিবহাল মহলের মতে, দলের প্রতীক দেখিয়ে ভোটে জয় পাওয়ার পরেও সংগঠনকে শক্তপোক্ত করে তোলার জন্য কোনও কাজ করেননি অনেকেই। যদিও এ বিষয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বাদ পড়ার কারণ ব্যাখ্যা করা হয়নি।