এক নজরে

নিরাপত্তা বাড়ল কৈলাস বিজয়বর্গীয়র

By admin

December 14, 2020

কলকাতা ব্যুরো: বিজেপি সভাপতি নাড্ডার কনভয়ে হামলা, তারপরই বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বাড়িয়ে তাঁকে দেওয়া হল বুলেট প্রুফ গাড়ি। সূত্রের খবর আজই এই গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যান তিনি। সঙ্গে ছিলেন মুকুল রায়। এতদিন পর্যন্ত তাঁর ছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা।

প্রসঙ্গত, গত বুধবার দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ছিল সভা ছিল তাঁর। সেখানে যাওয়ার পথেই  শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতির জে.পি নাড্ডার কনভয়ে হামলা হয়।

মথুরাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় এসেছেন তিনি। সেখানে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আমাকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে।

প্রসঙ্গত, ১০ তারিখ ডায়মন্ড হারবার যাওয়ার সময় জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। কনভয়ের গাড়িগুলি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে তৃমমূল কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর চালানো হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও। গাড়ির সামনের কাচ ভেঙে যায়। সেই সময় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় সহ বেশ কয়েকজন আহত হন। হাতে চোট লাগে কৈলাসের। এই হামলার ঘটনার জেরেই এবার তাঁর নিরাপত্তা বাড়ানো হল বলে মনে করা হচ্ছে।