এক নজরে

#KabirSuman: আবারও বিতর্কে কবীর সুমন!‌ ‘‌পূর্বা’‌কে লিখলেন ‘‌অশ্লীল’ কবিতা‌

By admin

March 12, 2022

কলকাতা ব্যুরো: আবারও বিতর্কে জড়ালো কবীর সুমনের নাম। একটি কবিতা লিখে নেটনাগরিকদের সমালোচনার মুখে পড়লেন গায়ক-‌কবি। শুক্রবার নেটমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে ‘‌পূর্বা’‌ নামক এক নারীর উদ্দেশে কবিতা লেখেন। সেই কবিতা নিয়েই শুরু হয় বিতর্ক। সেখানে বেশ কিছু শব্দচয়ন করা হয়েছে যার মধ্যে অশ্লীলতা খুঁজে পেয়েছেন নেটনাগরিকরা। সম্ভবত ‘‌পূর্বা’‌র সঙ্গে তাঁর কিছু অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের কথা লিখেছেন কবীর সুমন। তবে সেই কবিতায়  ‘‌মদনজল’‌, ‘‌দুপুরবেলায় আমার বিছানা জুড়ে, আমরা দু’‌জন বেড়াতাম উড়ে উড়ে’‌, ‘‌পূর্বাপূর্ব খেলা’‌, ‘‌বুড়ো হয়ে গেছি তাও ভালো পারি ওটা’‌ এই ধরনের লাইন ব্যবহার করেছেন। যা অত্যন্ত ‘‌অশ্লীল’ বলেই দাবি নেটাগরিকদের।‌

ঘটনাচক্রে এক বিখ্যাত বাঙালি কবির স্ত্রীর নামের সঙ্গে কবীর সুমনের লেখা ‘‌পূর্বা’‌ নামটির সাদৃশ্য রয়েছে। তবে কি সেই কবির পত্নীকে উদ্দেশ্য করেই তিনি এমনটা লিখেছেন?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এই কবিতা নিয়ে সাধারণ মানুষ যেমন নিন্দা জানিয়েছে, তেমন বিশিষ্টরাও সমালোচনায় মুখর। নাম না করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তোপ দেগে লিখেছেন, ‘‌মনের চিকিৎসা দরকার।’‌

সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন মাফিয়ারাও অন্তত পরিবারকে রেহাই দেয়। আমি অবাক। ভাষা হারিয়ে ফেলেছি। তাঁর আরও বক্তব্য, প্রত্যেকবার একটা করে গান মারা যায়। লাশকাটা ঘরে ডোমেরা ট্রেতে তোলে একলা হতে চাইছে আকাশকে। অথবা ইলেকট্রিক চুল্লিতে ঝলসে যায় তোমাকে চাইয়ের রক্তমাংস”।

কবীর সুমনের এহেন কাণ্ডে সমালোচনা করেছেন জয় সরকার, প্রণতি ঠাকুর-‌সহ আরও অনেকে। এরপর শনিবার আরও একটি কবিতা পোস্ট করেন কবীর সুমন। নাম ‘‌পোদ্দো’‌। সেখানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাকারীদের তোপও দাগেন তিনি।