এক নজরে

এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বাড়িতে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগ সি এস কারনানের বিরুদ্ধে

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বাড়িতে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে এবার বিদ্ধ হাইকোর্টের বিতর্কিত বিচারপতি সি এস করনান। সোমবার সুপ্রিম কোর্টে বিষয়টি উঠলে বিচারপতি এ এম খানইউইলকরের বেঞ্চ একে হতাশাজনক বলে মন্তব্য করেন।এদিকে মহিলা আইনজীবী, মহিলা বিচারপতি থেকে শুরু করে আদালতের মহিলা কর্মীদের সম্পর্কে কারনানের বিতর্কিত ভিডিও নিয়ে এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টে। তামিলনাড়ুর ১০ জন মহিলা আইনজীবী কারনানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন।রীতিমতো মহিলাদের নাম করে নানান রকম যৌন হেনস্থা মুলক, অসম্মানজনক কথাবার্তা বলে তা ইউটিউবে লোড হওয়ার কথা এদিন জানানো হয় সুপ্রিম কোর্টকে। একইসঙ্গে জানানো হয়, গত জুলাই মাসে দেশের শীর্ষ আদালত থেকে অবসর নেওয়া মহিলা বিচারপতি আর ভানুমতির তামিলনাড়ুর বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন কারনান। যা শুনে হতাশা ব্যক্ত করে সুপ্রিম কোর্ট।এদিন কোনরকম নির্দেশ না দিয়ে মহিলাদের তরফে দাঁড়ানো আইনজীবীকে আদালতের পরামর্শ, ইউটিউব থেকে ওই ছবি ডিলিট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করুন। একইসঙ্গে তামিলনাড়ুর বিচারপতির বাড়িতে কার নানের ঢোকার চেষ্টা নিয়ে আদালত আরো একটু আইনি দিক খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। আইনজীবীকে একই সঙ্গে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট।আদতে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থাকাকালীনই বিতর্কিত মন্তব্য করে দেশে সমালোচনার মুখে পড়েছিলেন কারনান। পরবর্তীতে তাকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়।এখানেও তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এরইমধ্যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলা হয়, আদালত তাকে দোষী সাব্যস্ত করে। কলকাতাতেই ২০১৭ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি প্রায় ছ’ মাস জেল খাটেন।