কলকাতা ব্যুরো : (ছবি- এ এন আই) রেহাকে গতকাল এনসিবি গ্রেপ্তার করার পর এক ঝাঁক বলিউড তারকা আজ তাদের সোশ্যাল একাউন্টে রেহার গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন। তাপসী পান্নু, সোনম কাপুর, বিদ্যা বালান এদের মধ্যে অন্যতম। উল্লেখ্য তিন দিন টানা জিজ্ঞাসাবাদের পর রেহাকে এনডিপিএস এর ২৭এ, ২১,২২,২৯,২৮ ধারায় গ্রেপ্তার করা হয়।

তাপসী আজ এক টুইট বার্তায় জানান, সুশান্তের পরিবারের আইনজীবী জানিয়েছেন ড্রাগের মামলাটি তারা করেন নি। তাপসী লেখেন রেহা কোনো খুনী বা চোর নয়। সে ড্রাগ নিতে বা কারোকে দিতে পারে। সুশান্ত বিচার পাক বা না-পাক ড্রাগের জন্য যারা রেহাকে গ্রেপ্তার করেছেন তারা বিচার পেয়ে গেলেন। পরে আর একটি টুইট বার্তায় তাপসী লেখেন, এনসিবি রিমান্ড নোট বলছে রেহা ড্রাগ নিতেন না।

এদিকে অন্যান্য বলি তারকারা অনেকেই একটা লাইন লিখে তাদের সোশ্যাল একাউন্টে পোস্ট করেছেন। ” রোজেস আর রেড / ভায়োলট আর ব্লু/ লেটস স্মাশ দ পাটরিয়ার্কি / মি অ্যান্ড ইউ। ( Roses are red/ violets are blue/ let’s smash the patriarchy/ Me and you) । ফারহান আখতার, নেহা ধুপিয়া, সোনম কাপুর , অনুরাগ কাশ্যপ সবাই এই লাইনগুলি তাদের সোশ্যাল একাউন্টে শেয়ার করে রেহাকে তাদের সমর্থন জানিয়েছেন।

এই লাইন লেখা কালোটি শার্ট পরেই রেহা এনসিবি র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। কালোর ওপর লাল , সাদা রং এ লেখা কারো ইনস্টাগ্রাম,কারো টুইটারে এখন জ্বলজ্বল করছে। এবার মনে করিয়ে দিচ্ছে, জাস্টিস ফর রেহা।

Share.
Leave A Reply

Exit mobile version