এক নজরে

জঙ্গলমহলে মাটি খুঁড়তেই বের হলো অস্ত্র ভান্ডার

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: বেশ কয়েক বছর পর আবারও অস্ত্র উদ্ধার হলো জঙ্গলমহলের গোয়ালতোড় থেকে। আগ্নেয়াস্ত্র মিললো পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে। সম্প্রতি ঝাড়গ্রামে জঙ্গলমহলে মাওবাদীদের আনাগোনার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জেসিবি নিয়ে যায় গোয়ালতোড় থানার পুলিশ। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক বন্দুক। অন্তত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

দীর্ঘদিন রক্তপাতের খবর মেলেনি জঙ্গলমহলে। কিন্তু আবার পাওয়া যাচ্ছে বারুদের গন্ধ। কারা লুকিয়ে রেখেছিলো এই সমস্ত অস্ত্র? তদন্ত চালাচ্ছে পুলিশ কিন্তু জঙ্গলমহলে অস্ত্র উদ্ধার হতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের দাবি, সিপিএমের লুকিয়ে রাখার সম্ভাবনা বেশি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুজন চক্রবর্তী আবার বলেন সাহস থাকলে তৃণমূল প্রমাণ করে দেখাক।