কলকাতা ব্যুরো: ছত্রধর মাহাতোদের জিজ্ঞাসাবাদের জন্য এবার জঙ্গলমহলে ঘাঁটি গাড়ছে জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবার থেকে সাত দিন ধরে এনআইএর তদন্তকারীরা ঘাঁটি করবেন জঙ্গলমহলে। সেখানে বসেই রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক থেকে শুরু করে সিপিএম নেতা খুনের মামলায় তদন্ত করবে এনআইএ। আগামী সপ্তাহে সেখানে ফের তলব করা হয়েছে ছত্রধরকে।

সেই কারণে জঙ্গলমহলে ক্যাম্প করে থাকা সিআরপিএফের আধিকারিকদের চিঠি দিয়েছেন এনআইএর কর্তারা। এনআইএর বক্তব্য, তাদের অফিসাররা লালগড় এবং শালবনিতে আগামী সাতদিন থেকে তদন্ত করবেন। ওই তদন্তের কাজের জন্য সিআরপিএফের কোবরা বাহিনীর শালবনির ক্যাম্পে সাত দিন থাকার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে সোমবার থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিআরপিএফের লালগড়ের অফিসে তাদের একটি ঘর অফিস হিসেবে ব্যবহারের জন্য দিতে হবে। সেখানেই তারা জেরা করতে চান ওই তদন্তের সাক্ষীদের।

২০০৯ সালে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে হাইজ্যাক করে সারাদিন আটকে রাখায় অভিযুক্ত করা হয়েছিল বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে। একইসঙ্গে লালগড়ের সিপিএম নেতাকে খুলেও অভিযুক্ত করা হয় ছত্রধর মাহাতোকে। এনআইএ এখন নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করে আবার তলব করেছে ছত্রধরকে। এখন রীতিমতো সেখানে ক্যাম্প করেই এই তদন্ত দ্রুত শেষ করতে চান জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

Share.
Leave A Reply

Exit mobile version