কলকাতা ব্যুরো: দুদিনের জঙ্গলমহল সফরে আজ খড়গপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক বৈঠক সেরে বিকেলেই তিনি যাবেন ঝাড়গ্রাম। কাল সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে দীর্ঘ আট মাস জেলা সফরে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিন দিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙ জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। এবার তাঁর জঙ্গলমহল অভিযান। রাজনৈতিক মহলের মতে, শক্ত ঘাঁটিগুলি নয়, আগে তুলনায় দুর্বল এলাকাগুলো বেছে নিয়েই জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গই হোক কিংবা জঙ্গলমহলে বিগত লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি তৃনমূল কংগ্রেস। উত্তরবঙ্গের বৈঠকে তা নিয়ে খানিকটা ক্ষোভও শোনা যায় মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, গত কয়েক বছরে যথেষ্ট কাজ হয়েছে উত্তরবঙ্গে। কিন্তু দেখছি, বেশি কাজ করলে কম গুরুত্ব পাওয়া যায়। যদিও উত্তরবঙ্গের বৈঠকগুলিতে তিনি কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে কিভাবে বকেয়া কাজগুলি শেষ করা যায়, তার দিক নির্দেশ করেছেন মুখ্যমন্ত্রী। শুনেছেন, জেলাগুলির কথাও। জঙ্গলমহলেও সেই কাজ করবেন তিনি।

তবে সম্প্রতি জঙ্গলমহলের কিছু জায়গায় মাওবাদী কার্যকলাপ বাড়ার খবরও আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খুব স্বাভাবিক কারণে বৈঠকে আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হারিকৃষ্ণ দ্বিবেদী সহ সরকারি কয়েকটি দপ্তরের সচিব।

Share.
Leave A Reply

Exit mobile version