এক নজরে

উত্তরবঙ্গের পর জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকে মমতা

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের পর জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ এবং ৭ অক্টোবর খড়গপুর ও ঝাড়গ্রামে বৈঠক করবেন তিনি। লক ডাউনের কারণে দীর্ঘদিন জেলা সফরে গিয়ে জেলাগুলির প্রশাসনিক কাজের পর্যালোচনা করতে পারেননি মুখ্যমন্ত্রী। গত সপ্তাহেই তিনদিনের উত্তরবঙ্গ সফরে পাঁচ জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, জঙ্গলমহল সফরে তাঁর সঙ্গে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ কয়েকটি দপ্তরের সচিব। মঙ্গলবার প্রথমে খড়গপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখান থেকে চলে যাবেন ঝাড়গ্রাম রাজবাড়ি। সেখানেই রাত্রিবাস করা রয়েছে তাঁর। বুধবার ঝাড়গ্রামেই প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর।